মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে ফজলু হোসেন নামের ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত।
মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।