Breaking News

মহেশপুরে পরকীয়ার জের ধরে ৩ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
২৩ অক্টোবর রাত ৯ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির গুড়দাহ গ্রামে মৃত্যু রাখাল মন্ডলের ছোট ছেলে লম্পট ইব্রাহিম (৪০) এর লম্পটির কু-কিত্তি ধরা পড়া ও পরকীয়ার জেরে সাবিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁ-/স দিয়ে আ-/ত্ম-/হ-/ত্যা করেছে। সেই ও-ই গ্রামের সাজ্জাদুল আলম (বুদোর)  স্ত্রী ও ৩ সন্তানের জননী।
এঘটনায় গ্রাম ও এলাকাবাসী জানায় সাবিনার স্বামী টাও য়ার পাহারাদার সে ঐদিন বাড়িতে না থাকার সুযোগে লম্পট ইব্রাহিম ঐ রাত্রে সাবিনার ঘরে ঘুকে জোর পুর্বক তাকে ধর্ষণ করে পালানোর সময় প্রতিবেশীদের হাতে ধরা পড়লে সাথে সাথে তাকে পিট মোড়া দিয়ে বেঁধে রাখে।
এসময় লম্পট ইব্রাহিমের ভাই ইসরাফিল ঘটনাস্থলে এসে কৌশলগত ভাবে ইব্রাহিমকে মারপিট দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করে।
ঐ রাতেই ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় একটি আলোড়ন সৃষ্টি হয়। এতে সাবিনা লোকলজ্জা ও কলং কের বোঝা মাথায় নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ক রেছে বলে পরিবার ও প্রতিবেশিরা জানায়।
এঘটনায় সাবিনার মামা বাদী হয়ে মহেশপুর থানায় এ কটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অপর দিকে ঘটনার পর থেকে লম্পট ইব্রাহিম পলাতক রয়েছে।
এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ন জরুল ইসলাম জানান আমরা আসামিকে ধরার চেষ্টা করছি, তাকে সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র থেকে জানা যাচ্ছে এবিষয়ে একটি সেন্টিগ্রেড অর্থ তছরুপ ও অর্থ বানির্জে সর্বদা কাজ চালাচ্ছে।
ইতি মধ্যে তারা মোটা অংকের টা কার লোভ দেখিয়ে থা না পুলিশ ও বাদীকে ম্যানেজ কর বেন বলে কয়েক দফা মিটিং ও আলোচনা করেছে। ff

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *