ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এক সম্মেলন সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে দলীয় নেতা কর্মী ও অঙ্গসংগ ঠনের উদ্দ্যেশে দিকনি র্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা বিএ নপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএন পির যুগ্ন-সম্পা দক আসিক ইকবাল মাখন, সাংগঠ নিক সম্পাদক জাহাঙ্গীর আ লম, সাংগঠনিক সম্পা দক এ্যাড,মৌ চৌধুরী, মহেশপুর উপজেলা বিএন পির সাধারন সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পা দক নার গিস সুল তানা দিপা, কৃষকদল সভাপতি এম এ আজিজ প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও ১২টি ইউনিয়ন বিএন পির সভাপতি / সম্পাদক সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপ স্থিত ছিলেন।