মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
গত ২২ সেপ্টেম্বর দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউপির বজরাপুর গ্রামে হান্নান নামের এক দিনমুজুরের ছেলে শহীদ (১৫) উপজেলার বেলেঘাট গ্রামে আব্দুর রশীদের বাড়িতে এস এস পাইপের কাজ সেটিং করা কালিন বিদ্যুৎতের তারে স্পষ্ট হয়ে দুটি হাত দুটি পা সহ দেহের অধিকাংশ স্থান পুড়ে গিয়ে চিকিৎসা বিহীন নিজ বাড়িতে নিথর ভাবে পড়ে আছে।
এ ঘটনার দিন তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে সাময়িক চিকিৎসা দিয়ে ওখান থেকে রেফার্ড করে তাকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
অর্থের অভাবে ছেলেকে ঠিকমত চিকিৎসা নিতে না পারায় বাড়িতে চলে আসে। অর্থের অভাবে ছেলেটির ঠিকমত চিকিৎসা না হওয়ায় দীর্ঘ ২২/২৩ দিন ধরে ঘরের মধ্যে দুর্গন্ধ অবস্থায় মৃত্যু যন্ত্রনা নিয়ে নিজ বাড়ি তেই পড়ে আছে।
এবিয়ে অসহায় বাবা আব্দুল হান্নান ও মা তাস লিমা খাতুন জানান মাত্র ৫ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই।
দুটি ছেলে ও একটি মেয়েকে নিয়ে দিনমুজুর খেটেই তাদের কোন হালে দিনোপাত চলে। অর্থের অভা বে ছেলের সু-চিকিৎসা করার মত তেমন কোন সামর্থ্য আমাদের নেই। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদয় সহ সরকারের বিভিন্ন পর্যা য়ের সংস্থাদের প্রতি আহবান জানাচ্ছি। তার বিকাশ নাম্বার ০১৬৩৯৫২৪৯১২