ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অ বস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ.হামিদুর রহমান ডিগ্রি ক লেজে শোক র্যালি, প্রতিকৃতিত্বে পুষ্পঅর্পণ,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভা পতিত্ব করেন কলেজের.ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দী ন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য.ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীর ত্বগাথা তুলে ধরে বলেন,.স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন।
তাঁর জীবন থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শি ক্ষা নেওয়া উচিত।
পরেশহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হা মিদুর রহমান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।
Bartabd24.com সব খবর সবার আগে
মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত
radio with cd player and alarm clock https://www.alarm-radio-clocks.com .