Breaking News
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 317.55176; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মহেশপুরে শহীদ জিয়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতির দ্বায়িত্বভার গ্রহন

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
আনুষ্ঠানিকতা ও পরিচয় পর্বের মধ্যদিয়ে কলেজ পরিচালনা পর্ষদের নবাগত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করেন ন বাগত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ- মোমিনুর রহমান মোমিন।
১৪ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি’র বিগত কমিটি থেকে বিদায় ও নবাগত পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান মোমিনের দ্বায়িত্ব্যভার গ্রহনে উক্ত ক লেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সা বেক সভাপতি ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থি ত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফা রুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ অনে কে।
এসময় নবাগত পরিচালনা পর্ষদের সকল পদস্থ ও সদস্যগন, কলেজ শিক্ষক / শিক্ষিকা / কর্মচারী ও গন্যমান্য ব্যক্তি সহ বেশ কয়েকজন গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
উক্ত কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি ইঞ্জিনি য়ার মোঃ-মোমিনুর রহমান মোমিন বলেন কলেজ উন্ননয়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম করণের কলে জটি উন্ননয়ের জন্য আপনারা আমার পাশে থাকলে আমি যথাযথ মর্যাদায় ম্যানেজিং কমিটির সার্বিক দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে যাবো ইনশাআল্লাহ।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …