filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 156.62987; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-গতকাল বিকা লে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে সূদে ব্যবসায়ী হুমায়ন কবির ওরফে জসিমের বিরুদ্ধে শতাধিক গ্রামবাসি এক একত্রিত হয়ে এক মানববন্ধন কর্ম সুচি পালন করা সহ উপস্থিতি সাংবাদিকদের নিকট বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
জানা গেছে উপজেলার শ্যামকুড় গ্রামের সুদে ব্যব সায়ী হুমায়ন কবির জসিমের বিরুদ্ধে একই গ্রামের মুদি ব্যবসায়ী সবেজুল বিশ্বা স জানান গত কয়েক বছর আগে তার নিজ নামীয় একটি এনজি ও খুলে এনজিওর মাধ্যমে লাখে ১৬ / ২০ হাজার টাকা সুদে ৪ লক্ষ টাকা দিয়ে তার দেওয়া দুটি সাদা চেকের পাতায় ৩২ লক্ষ টাকা লিখে ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেছে ঐ সুদে ব্যবসায়ী হুমায়ন কবির জসিম। 
এবিষয়ে মুদি ব্যবাসায়ী সবেজুল ও বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ সহ স্থানীয় গন্যমান্যরা কয়েক দফা শালিস বৈঠক করেও কোন সুরহা হয়নি। 
এঘটনায় মুদি দোকানি সবেজুল সহ একাধিক ব্যক্তির নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করায় সুদে ব্যবসায়ী জসিমের বিরু দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা দাবীতে গ্রামের শতাধিক ব্যক্তিবর্গ একত্রিত হয়ে শ্যামকুড় বাজারে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিতি একাধিক ব্যক্তি জানান সুদে ব্যবসায়ী হুমায়ন কবির জসিম এভাবে সবেজুল সহ এই এলাকায় অনেক মানুষকে আর্থিকভাবে ক্ষতিসাধন করেছে। আমরা এর প্রতিকার চেয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করা সহ আশু হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টি নিয়ে সুদে কারবারি হুমায়ন কবি র জসিমের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *