Breaking News

মহেশপুরে সাংবাদিক পরিবারের উপর হামলা, নারীসহ ৩ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজলার মাদারবাড়িয়া ইউনিয় নের হুদা-শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসনের ছেলে মোঃ হাসান আলী দৈনিক প্রতিদিনর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তার নিজ বা ড়িতে ঐ একই গ্রামের প্রতিবেশী ইছাহাক বিশ্বাসের ছেলে মনা বিশ্বাস পূর্বশক্রতা জের ধরে বাড়ির উপর গিয়ে হামলায় চালায়। এত নারী সহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে।

এজাহার ও এলাকাবাসী সুত্র জানা যায়, সোমবার সকা লে পূর্বশক্রতার জের ধরে হাসান আলীর প্রতিবেশী মনা বিশ্বাস তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তার মা নিষেধ করলে মনা বিশ্বাস রাগা ন্বিত হয়ে বাঁশের লাঠি, রড দিয় হাসান আ লীর মা ও স্ত্রী কে মারধর কর।এত ঘটনাস্থলে তার মা গুরুতর আহত হন।

পরেউপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসান আলী জানান পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়ি এসে অকথ্য ভাষায় গালি গালাজ করছে নিষেধ করলে মনা বিশ্বাস হুকুম দেয়,খুন করে ফেল সাথে সাথে মনা বিশ্বা সের ছেলে সুমন বিশ্বাস,শফিকুল বিশ্বাসর ছলে রুবল, শিমুল, রেকসনা, হাসি খাতুন ,পাখি খাতুন আমার মায়ের চুলের মুঠি ধরে টান তে থাকে আর বাঁশের লাঠি, লাহার রড দ্বারা শরীরের বি ভিন্ন স্থানে এলাপাতারী মারপিট কর।

মনার হাতে থাকা লোহার রড দ্বারা আমার মাকে হত্যার উদ্দ্যশে মাথা লক্ষ্য করিয়া আঘাত করলে উক্ত আঘাত আমার মা বাম হাত দিয়ে ঠেকাইলে তার বাম হাতের ক ব্জির উপর লাগে যা হাঁড় ভাঙ্গা জখম হয়।

আমার স্ত্রী মদিনা খাতুন(২৫) ডকতে আসলে, তাকেও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারী মারত থাকে এবং তার গলায় বিদশি ০২ ভরি ওজনর স্বর্ণের চেইন যার আনুঃ মূল্য ৪,২০,০০০/= (চার লক্ষ বিশ হাজার) টাকা নিয়ে নেয়।

আমার মাতা ও স্ত্রীর ডাক চিৎকার আশ পাশ লোক ছুট আসে আমাকে খবর দয় আমি আমার মা ও স্ত্রীকে পাঁখি ভ্যান যাগে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

এবিষয় মহশপুর থানার এসআই হান্নানের সাথ যাগাযাগ করলে তিনি বলেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক আইনগ ত ব্যা বস্থা গ্রহণ করা হবে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *