বিশেষ সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি কর্তৃক মত বিনিময় আলোচনা সভা ও নতুন বিএনপি কার্যালয় অ ফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গত রবিবার ১৯ অক্টোবর বিকাল ৪ টার সময় শত্রুজিৎ পুর বাজারে অগ্রণী ব্যাংক ভবন ব্লিডিংয়ের ২য় তলায় নতুন বিএনপি অফিস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএ নপি সাবেক আহবায়ক ও কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষ দের সাবেক মেম্বার মোঃ নওশের আলী, সঞ্চালনায় ছিলে ন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ওলিয়ার মাস্টার ও পরিচালনায় ছিলেন,শত্রুজিৎপুর জ্যোষ্ট বিএনপি নেতা বিবেক রঞ্জন মিত্র।
অফিসের শুভ উদ্বোধন করেন, দক্ষিণ ইউনিট বিএনপি যুগ্ম আহবায়ক, গোপালগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১০ নং শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সাহাবুদ্দিন বিশ্বাস সাহেব, দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান শেখ রানা, শত্রু জিঞপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ স ম্পাদক আকছেদ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপ তি ইমারত ফকির, শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপি সদস্য পলাশ মুন্সি, ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলাম, বেরইল পলিতা ইউনিয়ন বিএনপি সাবেক জয়ে ন্ট সেক্রেটারি পরিমল ঘোষ, দক্ষিণ মাগুরা ইউনিট যুব দলের সদস্য সচিব জাকারিয়া জুয়েল, দক্ষিণ মাগুরা ইউনিট কৃষক দলের আহবায়ক ডাক্তার মিজানুর রহমান, দক্ষিণ মাগুরা ইউনিট যুবদলের আহবায়ক মুন্সি ইমরু জ্জামান।
বক্তারা জানান, দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা নিয়ে খুলনা বিভাগের বিএন পি নেতা অনিন্দ্য ইসলাম অমীত ইতিমধ্যে গ্রীন সিগন্যাল দিয়েছেন সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর এমপি নমিনেশন পাবেন।
আর তার জন্য সবাইকে মাগু রা-২ আসনে নির্বাচনের প্রচার ও ওয়ার্ড পর্যায়ে সকল মহিলা দলের নেত্রী, কর্মী এবং পুরুষ নেতা ও কর্মীদের একযোগে ৩১ দফার কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন দীর্ঘ ১৭ বছর পর শত্রুজিৎপুর বা জারে বিএনপির নতুন কার্যালয় অফিসের শুভ উদ্বো ধন করা হলো।
Bartabd24.com সব খবর সবার আগে
মাগুরার শত্রুজিৎপুর বাজারে বিএনপির নতুন কার্যালয় অফিসের উদ্বোধন
купить диплом в калуге купить диплом в калуге .
топ интернет агентств топ интернет агентств .
топ 10 сео компаний http://seo-prodvizhenie-reiting.ru/ .
seo продвижение сайтов агентство reiting-seo-kompanii.ru .
seo агентство москва seo агентство москва .
купить диплом в канске купить диплом в канске .
You bring a fresh voice to a well-covered topic.