Breaking News

মাছ ধরতে গিয়ে বাড়ি ফিরতে পারলো না রাবি শিক্ষক

রাজশাহী প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এ ঘটনায় দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়া আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপ জেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স কালে দুই শিক্ষক মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী মোটরসাইকেলটির সামনের চাকা খুলে গি য়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল নিলে চিকিৎসক অ ধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আসাদুজ্জামানের হাত-পায়ে মারাত্মক জখম হয়েছে এ বং তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন।
এদিকে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকে র ছায়া। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যা লয় প্রশাসন অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক প্র কাশ করেছেন এবং আহত অধ্যাপক আসাদুজ্জামানের দ্রুত আ রোগ্য কামনা করেছেন।
রাবি সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন বলেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল।
ভোরে তারা আসাদুজ্জামানের ভেসপা মোটরবাইকে চড়ে নওহাটা এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …