মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সরকারী কলেজে তারুণ্যের উৎসব -২০২৫ উদ্যাপন করা হয়েছে।
তিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের শেষ দিন বুধবার দুপুরে এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও আলোচ নাসভার আয়োজন করা হয়।
কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ হুব্বুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াছমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান এবং উপাধ্যক্ষ লিটন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. ইয়াছমিন আক্তার বলেন, তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। এরাই দেশের সম্পদ। এদের মেধা ও তারুন্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, “আমরা তারুণ্যের জয়গান গাইতেই আজকের এই অনুষ্ঠানের আয়ো জন করেছি।
তারুণ্য মানে কখনো দমে যাওয়া নয়, তারুণ্য এক শক্তির নাম। তাই তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে উদ্যাপন করতেই এই আয়োজন।”
তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা, বিনামু ল্যে রক্ত পরীক্ষা করা হয়।
কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষথর্ীরা অংশগ্রহণ করেন।
মাদারীপুর সরকারী কলেজে তারুণ্যের উৎসব উদযাপন