মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙ্গা ইউনিয়নে মথনপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠে বালু স্তুপ করে চলছে অবৈধ বালু ব্যবসা। স্থানীয় মেম্বার তরিকুল ইসলাম ও আব্দুল মজিদ এই কাজের সাথে জড়িত বলে জানাগেছে।
ইতিপূর্বে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন ও সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব অভিযান চলিয়ে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেন এবং এই কাজে ব্যবহৃত মেশিন জব্দ করে পাইপ গুলো নষ্ট করে দেন। তারপরও পুকুর খনন করার নামে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে বালি উত্তোলন অব্যহত রেখেছেন অবৈধ বালি ব্যবসায়ীরা। মাদ্রাসার সভাপতি আলমগীর হোসেন জানান, গ্রামের মজিদ পুকুর খনন করে বালি রাখার জায়গা না থাকায় কিছু দিনের জন্য আমাদের মাদ্রাসার মাঠটি ব্যবহার করছে।
অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, আমি মাছ চাষ করার জন্য পুকুর লিজ নিয়েছি সেখানে খনন করছি। খননের কাজের সময় বালি উঠেছে কিন্তু বালি তুলে ব্যবসা করা হচ্ছে।
সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব বলেন, ইতিপূর্বে দুইবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাকে সর্তকও করা হয়েছে। আবারও সে এই কাজ করলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

108 thoughts on “মাদ্রাসার মাঠে চলছে অবৈধ বালুর ব্যবসা”
  1. В этой статье собраны факты, которые освещают целый ряд важных вопросов. Мы стремимся предложить читателям четкую, достоверную информацию, которая поможет сформировать собственное мнение и лучше понять сложные аспекты рассматриваемой темы.
    Получить дополнительные сведения – https://medalkoblog.ru/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *