জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জীবননগর উপজেলার উথলী আমতলা এলাকার ১৪ পরিবার। আজ বৃহস্পতিবার জীবননগর সাংবাদিক সমিতির অফিসে সং বাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানায় তারা।
মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জীবননগর উপজেলার উথলী আমতলা এলাকার ১৪ পরিবার। আজ বৃহস্পতিবার জীবননগর সাংবাদিক সমিতির অফিসে সং বাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানায় তারা।
সংবাদ সম্মেলনে ১৪ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পড়েন নূর হোসেনের ছেলে মো. শাহাদাত। তিনি বলেন, আমতলা গ্রামের হক মোহাম্মদের ছেলে মো. আনারুলের পরিবার মামলাবাজ।
আনারুলের মেঝো মেয়ের বিরুদ্ধে বিভিন্ন দোকান ও বাড়ি থেকে বিভিন্ন সময় চুরির অভিযোগ রয়েছে। চুরির বিষয়ে কয়েকবারন গ্রাম সালিস হয়েছিল। তারা প্রতিবার ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছে।
তিনি আরও বলেন, তবে পুনরায় সে আবার একই কাজ শুরু করে। এরপর কয়েকবার চুরির ঘটনায় তাকে আটকে রাখলে তার পরিবারের লোকজন ক্ষতিপূরণ দিয়ে ছাড়িয়ে নেয়।
এর মধ্যে আনারুল তার বাড়ির পাশের রাস্তা দখল করে নেয়। বিষয় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাধান করে দিলেও পরে আবার তারা সেটি দখল করেন। এরপর থেকে তারা স্থানীয় বাসিন্দাদের নামে হয়রানিমূলক মামলা শুরু করে।
লিখিত বক্তব্যে শাহাদাত বলেন, গত ১৯ এপ্রিল বিকেলে প্রতিবেশী আবু বক্করের খড়ির গাদায় আগুন লাগে। পরের দিন প্রতিবেশী মুকুলের খড়ির গাদায় আগুন লাগে।
এরপর মাদক ব্যবসায়ী সৈতন ও তার স্বামী মান্নানের কুপ রামর্শে জনি, সুমন, ফিল্ট, তুষার ও সাগরের নামে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন। এটি একেবারের মিথা ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, গত ২০ এপ্রিল পর্যন্ত আনারুলের পরি বার গ্রামের অন্তত ১৯টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রা নিমূলক মামলা করেছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আবু মন্ডলের ছেলে মুকুল, আলী হোসেনের ছেলে বাক্কা, আলী আহাম্মদের ছেলে হবিরদ্দি, নূর মোহাম্মদের ছেলে শাহাদাত, মুকুলের স্ত্রী রহিমা, নজরুলের স্ত্রী বিউটি, বাক্কা হোসেনের স্ত্রী শিরিনা, হবিরদ্দির স্ত্রী গুলনাহার, কাউ সার আলীর স্ত্রী রহিমা, শুকুর আলীর স্ত্রী পারভিনা, জয়না লের স্ত্রী সবেদা, খোকনের স্ত্রী শাহিনা, ছোট হোসেনের স্ত্রী চায়না ও শাহাদাতের স্ত্রী সাহিদা।