রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও থেকে মেডিকেলে কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী শ্রাবণী রায় ও মাসুমা আক্তার হিরা র পাশে দাঁড়িয়ে ছে র‍্যাব।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সালান্দর ইউ নিয়নের বরুনাগাঁওয়ে মাসুমার বাড়িতে দুই কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন র‍্যাব-১৩।
এ সময় কৃতি দুই শিক্ষার্থী ও তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা, আর্থিক অনুদান ও একটি করে দুধের গাভী প্রদান করা হয়৷
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী মাসুমা আক্তার হিরা যশোর মেডিকেল কলেজে ও শ্রাবণী রায় রংপুর মেডিকেল কলে জে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তির অনি শ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এমন খবরে দারিদ্র্যতাকে জয় করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মানবিক কাজের অংশ হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব।
মাসুমা আক্তার হিরা বলেন, ছোট বেলায় বাবা হারিয়েছি। মায়ের সংগ্রামে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি।
কলেজের ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে মায়ের দুশ্চিন্তা ছিল। আজকে র‍্যাবের পক্ষ থেকে যা পেলাম তা দিয়ে অনেকটা দুশ্চিন্তা কমবে। স্বপ্ন পূরণের সারথি হওয়ার জন্য তাদের প্রতি আমি কৃত জ্ঞ।
শ্রাবণীর মা সুভাসী রাণী বলেন, অভাবের সংসারে আমাদের টানা পোড়েন সব সময় থাকে। আজকে আর্থিক সহযোগিতা আর দুধের গাভী পেলাম।
মেয়েটার আমার স্বপ্ন পূরণ হবে। সে একদিন বড় ডাক্তার হবে। আপনারা তার জন্য দোয়া করবেন।
র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৩) এর কোম্পা নি কমান্ডার মহিদুল ইসলাম পিপিএম বলেন, আমা দের মানবিক কাজের অংশ হিসেবে দুই কৃতি শিক্ষা র্থীকে আমাদের সিইও স্যারের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। তারা দারিদ্র্যতা জয় করে মেডিকে লে পড়ার সুযোগ পেয়েছে।
দেশে অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজের অংশ হিসেবে দুধের গাভী বাছুরসহ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
র‍্যাবের এমন উপহার পেয়ে খুশি দুই কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবার।
 
One thought on “মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী ও মাসুমার পাশে র‍্যাব”
  1. মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী ও মাসুমার পাশে র‍্যাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *