Breaking News

মোংলায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার ম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরাম তের ৩১ দফা” জন গণের মাঝে প্রচার ও ব্যাখ্যা করার লক্ষ্যে মোংলা পোর্ট পৌর বিএ নপির উদ্যোগে ব্যাপক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও বাগেরহাট-২ (মোংলা–রামপাল–ফকিরহাট) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ জুল ফিকার আলীর নেতৃত্বে এ জনসংযোগে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বিএনপি’র ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং আলোচনা অনুষ্ঠি ত হয়।
জনসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাং লাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে একটি যুগান্তকারী দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
এসব দফায় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, নির্বাচনকা লীন নিরপেক্ষ তত্ত্বাবধা য়ক সরকার পুনঃপ্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, তথ্যের স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ জন গণের প্রত্যক্ষ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের প্রতিফলন ঘটেছে।
৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো সংবিধান সং স্কার কমিশন গঠন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্র পতি ও বিচার বিভাগের মধ্যে সুষম সম্পর্ক স্থাপন, প্রধানমন্ত্রীর দায়িত্বের সময়সীমা নির্ধারণ, নির্বাচন কমিশন সংস্কার, মিডিয়া কমিশন ও ন্যায়পাল নিয়ো মগ, অর্থনৈতিক সংস্কার কমিশন ও জুডিশিয়াল কমিশন গঠন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ,
স্থানীয় সরকারকে ক্ষমতা বান করা, জলবায়ু পরিবর্তন মোকা বিলা, নবায় নযোগ্য জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার, এবং যুব উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
নেতৃবৃন্দ আরও বলেন, এই দফাগুলোর মূল উদ্দেশ্য হলো—একটি জবাবদিহিমূলক, সুশাসিত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাং লাদেশ গঠন করা, যেখানে আইনের শাসন ও মান বাধি কা রের প্রতি পূর্ণ সম্মান থাকবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির হাওলাদার, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
পুরো জনসংযোগ কার্যক্রমে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা। স্থানী য় জনগণও বিএনপির এই দফাগুলোকে গভীর আগ্রহের সঙ্গে গ্রহণ করেন।
নেতারা বলেন, তারেক রহমানের এই ৩১ দফা কোনো রাজ নৈতিক কৌশল নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন পরিকল্পনা।
এই ঘোষণার মাধ্যমে দেশকে দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য ও অ ন্যায়ের হাত থেকে মুক্ত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিমষ্ঠার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।#

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

One comment

  1. মোংলায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত