Breaking News
0-0x0-1-0-{}-0-0#

মোংলায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট):
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় মোংলায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কৃষি প্রণোদনা কর্মসূচির প্রধান অতিথি ছি লেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। তিনি বলেন,
“সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। মাঠ পর্যায়ের কৃষকরা যেন সময়মতো বীজ ও সার পায়— সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতী য়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা সভাপতি মোঃ মান্নান হাওলাদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান,  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃ ষিবিদ প্রশান্ত হালদার। তিনি বলেন,
 “এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন শাকসবজি— ইনব্রিড ও হাইব্রিড জাতের চাষে উৎসাহিত হবেন। এতে ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষকের আয়ও বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য, বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের জন্য উপজেলার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।#

About admin

Check Also

শৈলকুপা হাসপাতালে ৬০ ভায়ালএন্টিভেনম প্রদান শোলকুপো আঞ্চলিক কথা কওয়া গুষ্টির 

মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)ঃসোমবার দুপু রে  ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার  সামা জিক সংগঠন শোলকুপো আঞ্চলিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *