মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদী থেকে অজ্ঞা ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার জয়মনিরঘোল এলা কার খাদ্য গুদামসংলগ্ন পশুর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক বলেন, সকালে স্থানীয় কয়েকজন নদীতে লাশ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে জানান তিনি।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়ে ক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে লাশটি পচে গেছে এবং চেহারার কিছু অংশ বিকৃত হয়ে গেছে।
পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। লাশটিময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জয়মনিরঘোল এলাকায় পশুর নদীর এই অংশে জোয়ারের সময় বিভিন্ন দিক থেকে ভাসমান বস্তু এসে জমে। মাঝে মাঝে এখানে অজ্ঞাত লাশ ভেসে আসার ঘটনাও ঘটে।
Bartabd24.com সব খবর সবার আগে
купить диплом моряка купить диплом моряка .
seo firm ranking seo firm ranking .