Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট)ঃ
“বিশুদ্ধ পানি—সুস্থ জীবন, সচেতন পুলিশের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা থানা পুলিশের উদ্যোগে স্থাপিত হলো আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্লান্টটির উদ্বোধন করে ন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মো।হাম্মদ মনিরুজ্জামান ও বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান-এর সার্বিক সহযোগিতায় নির্মিত এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থা নার পুলিশ সদস্যদের বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের জোগান নিশ্চিত করবে।
এর ফলে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো বলে জানান উপস্থিত কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী অ্যা টর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন—
> “পুলিশ সদস্যরা দিনরাত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। তাঁদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পা।নীয় জল একটি মৌলিক প্রয়োজন।
তাই মোংলা থানায় এই উদ্যোগ নিতে পেরে আমি গর্বিত। এটি মানবিকতার প্রতিফলন এবং সমাজকল্যাণমূলক দায়িত্ববোধের অংশ।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামা ন বলেন— > “এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন পুলিশের কল্যাণে একটি প্রশংসনীয় পদক্ষেপ। সহকারী অ্যাটর্নি জেনারেল মহোদয়ের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিশুদ্ধ পানি শুধু শরীরের জন্য নয়, দায়িত্বশীল মন গঠনেরও অন্যতম উপাদান।”
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিফাতুল ইসলাম, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আ নিসুর রহমানসহ বাগেরহাট জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
উদ্বোধন শেষে অতিথিরা প্লান্টটি পরিদর্শন করেন এবং এর আধুনিক যন্ত্রপাতি ও পানিশোধন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় জনসাধারণ ও কর্মকর্তা-কর্মচারীদের অনেকে জা নান, থানার অভ্যন্তরে এ ধরনের একটি মানবিক উদ্যোগ আধুনিক প্রশাসনিক ব্যবস্থার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এটি পুলিশের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নেরপাশাপাশি জনসেবামুখী ভাবনার প্রতিফলন ঘটিয়েছে।#
Bartabd24.com সব খবর সবার আগে