সুভাষ দাশ তপন,শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলট বিভা গের ১৯টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসা নুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের সর্ব স্তরের দায়িত্ব শীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন।
এর মধ্যে মৌলভীবাজার জেলার ৪টি আসনে প্রার্থী ঘোষণা থেকে জানা গেছে, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) -মাওলানা আমিনুল ইসলাম (জেলা মজ লিশে শুরা ও কর্মপরিষদ সদস্য) মৌল ভীবাজার-২ (কুলাউড়া)-ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, (জে লা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ) মৌলভী বাজা র-৩ (রাজনগর ও সদর)- মো. আব্দুল মান্নান (সাবেক জেলা আ মীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য) মৌল ভী বাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ), এড ভোকেট মো. আব্দুর রব এসিস্ট্যান্ট সেক্রে টারী, সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশি বি রের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *