নিজস্ব প্রতিবেদক,যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউ নুচের ৩ টি শূন্যের নতুন বিশ্ব রূপকল্পের মডেল কার্যক্রম নিয়ে এক টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রধান উপদেষ্টা ড. মেহা ম্মদ ইউনুচের ছাত্র,আন্ত র্জাতিক অর্থনীতিবিদ ও যুক্ত রাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী।
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুচের ৩ টি শূন্যের নতুন বিশ্ব রূপক ল্পের মডেল কার্যক্রম নিয়ে তিনি এ সেমিনারে শিক্ষার্থীদের উদ্দে শ্যে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান আলো চকের কাছে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
আলোচনা পর্ব শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল মজিদ প্রধান আলোচক ডক্টর শওকত আলীকে সম্মাননা (ক্রেস্ট) প্রদান করেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ নেস অফ স্টাডিজ অনুষদের হল রুমে এ সেমিনারে উপস্থিত ছিলেন অনু ষদের ডীন প্রফেসর ড. কামাল হোসেন,সহযোগী অধ্যাপক মেহে দী হাসান, সহকারী অধ্যাপক তরুণ সেন, অধ্যাপক হোসেন আলী, সহকারী অধ্যাপক আলা আমিন, প্রভাষক ফজলুর রহমান, প্রভা ষক সানজিদা আফরিন,প্রেসক্লাব,চৌগাছার সাবেক সভা পতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলীসহ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা র্থীরা।
Good news
Thanks for any other informative web site. Where else may I get
that type of information written in such an ideal approach?
I’ve a mission that I am simply now running on, and I have been at the look out for
such info.
This post offers clear idea in favor of the new people
of blogging, that truly how to do blogging and site-building.