যশোর প্রতিবেদক: যশোরে পর্দানশীল নারীরা চেহারা নয় শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করাসহ তিনদফা বাস্ত বায়নের দাবিতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে স্মারক লিপি দিয়েছেন।
তার আগে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় জেলা মহিলা আনজুমানের আ য়োজনে তারা এসব কর্মসূচি করেন।
স্মারকলিপিতে তারা জানান, পর্দানশীল নারীদের সহিহ পর্দা করার নির্বাচন কমিশনকে তিনদফা দাবি বাস্তবায়ন করতে হবে।
দাবি গুলোর মধ্যে রয়েছে বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্ম কর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবা ধিকার বঞ্চিত করে ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা অধিকার প্রদান করাসহ সকল ক্ষেত্রে পরিচয় সনা ক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতি ল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতা মূলক করতে হবে।
পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয় নারী সহ কারী বাধ্যতামূলক রাখতে হবে।
পর্দানশীন নারীরা জেলা সিনিয়র নির্বাচন কমিশনা রের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে একং জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করে।