Skip to content

যশোর প্রতিবেদক: যশোরের ফটো সাংবাদিক বিমল সরকারের মেজো বোন পূর্নিমা রানী মাধবির আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
২০২৪ সালের সালের ৫ ফেব্রুয়ারি মাসে রাত ১১ টা ৫০ মিনিটে মাধবি মারা যান। মাধবি রক্ত স্বল্পতা ও জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মাধবির বাবা সুরেন্দ্র নাথ সরকার ও মাতা সুরোবালা সর কার।
ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। বেজপাড়া শ্রীধর পুকুর পাড়ে পিতার বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
তিন বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। তার বড় বোন রমা সরকা র, ছোট বোন মিরা সরকার ও একমাত্র ভাই বিমল সরকার।
মাধবির আত্মার শান্তি কামনা করে বিমল সরকার সবার কাছে আর্শিবাদ ও দোয়া চেয়েছেন।