Related Articles
আতিকুজ্জামান,বেনাপোল, (শার্শা) যশোর::- যশোরের বেনাপোল সী মান্তের ঘিবা গ্রামের একটি খাল থেকে আজ দুপুরে হাবি বুর রহমান নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে হত্যা না সা ধারণ মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত যুবক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শা হাদৎ মোড়লের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৪ দিন ধরে হাবিবুর নিখোঁজ ছিল। আজ দুপুরে ভারত সীমান্তবর্তী এলাকার ঘিবা গ্রামের একটি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থা নীয়রা পুলিশকে জানায়।
পুলিশ মরদেহ উদ্ধার করলে পরে তার পরিচয় সনাক্ত হয়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মিলন মোল্লা জানান, মরদেহের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় আপাতত অপ মৃত্যু মামলা দায়ের হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে