যশোর প্রতিনিধি:যশোরের বাঘারপাড়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার ঈদের দিন সকালে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হলেন আল আমিন (১৯)। তিনি বাঘারাপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের ফরিদুল কবিরের ছেলে। তিনি বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সকালে আল আমিন ঈদের নামাজ আদায় করেন। এরপর তিনি মোটরসাইকেলে করে বড় ভাইকে নিয়ে উপজেলার ছাতিয়ানতলা বাজারে যান। সেখানে তাকে নামিয়ে নিয়ে মোটরসাইকেলে করে তিনি যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন।
এ দিন বেলা ১১টার দিকে তিনি ছাতিয়ানতলা এলাকার একটি ইটভাটার সামনে মোড় ঘুরতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় বলেন, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক তুহিন বাওয়ালী বলেন, ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল আমিন মারা যায়।