যশোর প্রতিবেদক: যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসি য়েশ নের বৃত্তিপ্রাপ্ত ৭৯ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) শহরের আব্দুল গফুর একা ডেমী প্রাঙ্গণ থেকে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন।
আব্দুল গফুর একাডেমীর অধ্যক্ষ, যশোর সরকারি এম এম কলে জের জীববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লু লবারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেগু ফতা সাদাত, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য নার্গি স আক্তা র, শামসুন্নাহার ও রেহেনা আক্তার।
এ সময় প্রধান অতিথি ৩৯ জন সাধারণ গ্রেডে ও ৪০ জন ট্যাল্টেন পুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।