যশোর প্রতিবেদক: যশোরে বাংলাদেশ এনজিও ফাউন্ডে শন বিএনএফ এর আর্থিক সহযোগিতায় ও সেভ সোসাইটির উ দ্যোগে ১৫জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ২টি করে বিনামূল্যে ছাগল বিতরন করা হয়েছে।
গত মঙ্গলবার ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণী অনু ষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, বি শেষ অতিথি হিসেবে ছিলেন  যুব উন্নয়ন অধিদপ্তরের সহকা রি পরিচালক সেলিমুজ্জামান।
বক্তব্য রাখেন এডাবের সহ-সভাপতি শাহজাহান নান্নু, ল্যাম্ফ এর  নির্বাহী পরিচালক আহসান হাবিব, সৃষ্টিশীল মহিলা উ ন্নয়ন সংস্থার  নির্বাহী পরি চালক, ছায়েরা খাতুন, এডিডি-র ফিল্ড অফিসার পারু ল আক্তার। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সেভ সোসা ইটির নির্বা হী পরিচালক মনোয়ারা বেগম।