যশোর প্রতিনিধি: যশোর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার( ৬ ই জানুয়ারী) সন্ধায় যশোর হাসান ইন্টার ন্যাশ নাল হোটেলে কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের কমিটির সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অব:) শাহিন ইকবাল।
এ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটির চেয়া রম্যান করা হয় যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীকে এবং প্রধান উপদেষ্টা করা হয় সাবেক সচিব মনিরুজ্জামানকে।
এ সময় কমিটির সদস্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ডক্টর মৃত্যুন ঞ্জয় বিশ্বাস,সহকারী অধ্যাপক চৌগাছা মৃধা পা ড়া মহিলা কলেজ ও সাংবাদিক মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ (অব:) মোহাম্মদ ইসরারুল হক, শিক্ষক ও সাংবাদিক বিমল রায়, অধ্যক্ষ চিত্রা কলেজ, যশোর মোঃ মতি উর রহমান, অধ্যক্ষ বীর প্রতীক ইসাহক কলেজ মোঃ মোস্তাক মোরশেদ, অধ্যক্ষ যশোর কলেজ মোঃ মোস্তাক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লিয়াকত আলি, কবি ও শিক্ষক শাহিন মাহা বুব, বিশিষ্ট ব্যবসায়ী হিরো আহমদ ,বিশিষ্ট ব্যবসায়ী সাইফু জ্জামা ন মন্টু।
এ সভায় যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা কিভাবে করা যায় বা এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে কমিটির চেয়ারম্যান ড.এম শওকত আলী সহ সদস্যরা দীর্ঘক্ষন আলোচনা ও পর্যালোচনা করেন।
এ কমিটির চেয়ারম্যান দক্ষিন-পশ্চিমাঞ্চলের সকল শ্রেনী ও পেশা র মানুষের সহোযোগীতা কামনা করেছেন।