যশোর প্রতিনিধি: আগামী (২০২৫-২৬ সেশনে) দুই বছরে র জন্য অধ্যাপক মোঃ গোলাম রসুল যশোর জেলা জামা য়া তের আমির নির্বাচিত হয়েছেন।
জানাযায় গত ১৯শে অক্টোবর:যশোর ঈদগাহ ময়দানে বাং লাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সদস্য (রু কন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ দিন রুকন ( সদস্য)দের প্রত্যক্ষ ভোটে যশোর জেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল যশোর জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে প্রায় ২২০০ নারী ও পুরুষ ভোটাধি কার প্রয়োগ করেন বলে জানা গেছে।
নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামা য়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও আ জিজুর রহমান ও ড. আলমগীর বিশ্বাস,টিম সদস্যে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অধ্যাপক মোঃ গোলাম রসুল বিগত সাড়ে ১৭ বছর ধরে (আওয়ামীলীগ সরকারের আমলে) হামলা ,মামলাসহ বহু নির্যাতনের শিকার হয়েছিলেন।
তিনি বাড়ি ঘর ও পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর পালিয়ে বেড়িয়েছেন। তিনি একজন ত্যাগী নেতা।
তিনি ১৯৮৮-৮৯ ও ৯০-৯১ নড়াইল ও যশোর জেলা র ইস লামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।।
তিনি যশোর জেলার ইসলামী ছাত্র শিবিরের অন্য তম সংগঠক ছিলেন।
অধ্যাপক গোলাম রসুল যশোর জেলার বাঘার পাড়া উপ জেলার পাইকপাড়া( কড়ইতলা) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি মরহুম মাস্টার সিদ্দীক আহাম্মদ ও মাতা মরহুমা মনোয়ারা বেগমের ছেলে।