Breaking News

যশোর বার্তা’র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি:যশোর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত ‘দৈনিক যশোর বার্তা’ পত্রিকায় মাদক ও চাঁদাবাজির বিরু দ্ধে সংবাদ প্রকাশ করায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন এবং অনলাইন এডিটর জাহিদ হা সান সোহানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনা শের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে প্রেসক্লাব যশোর’র সা মনে যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’র আ য়ো জনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রা খেন, দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামে র সভাপতি সহকারী অধ্যাপক কে. এম ইদ্রিস আলী, সা ধারন সম্পাদক এম মোজাহিদ, সহ-সাধারন সম্পাদক এস. এম. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক মোল্ল্যা অবায়দুর রহমান, দপ্ত র সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক সুমন হোসাইন, সাহিত্য সম্পাদক সাইফ উদ্দীন সাইফুল, নির্রাহী সদস্য অ ধ্যক্ষ নওয়াব আলী, ইবাদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক মালেকুজ্জামান কাকা, সিনিয়র প্রতিবেদক এনামুল কবি র, ইব্রাহিম হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “গত ১৮ অক্টোবর রাত ৯টার দিকে মুঠোফোনে চৌগাছার শফিক সবুজ নামের এক ব্যক্তি দৈনিক যশোর বার্তা’র অনলাইন এডিটরের মেসে ঞ্জারে হুমকির বার্তা পাঠান। এর ঠিক ১০ মিনিট পরে স ম্পাদক ও প্রকাশকের মুঠোফোনে অকথ্য ভাষায় গালি গালাজ এবং হত্যার হুমকি দেন। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সম্পাদক ও সাংবাদিক দের উপর হুমকি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। সাংবাদিকদের হুমকি দিয়ে সত্য সংবাদ প্রকাশ রোধ করা যাবে না। আমরা প্রশাসনের নিকট অবিলম্বে অভিযুক্ত শফিক সবুজের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।”

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক যশোর বার্তা’র প্রধান প্রতিবেদক কল্যান রায় (জয়ন্ত), প্রধান আলোক চিত্রশিল্পী সানোয়ার আলম সানু, সিনিয়র ফটো সাংবা দিক এম এ কবির, নিজস্ব প্রতিবেদক তবিবুর রহমান, হৃদয় হোসেন পলাশ, রায়হান পারভেজ, লোকমান রাসে ল, সোহাগ হোসেন, ইয়াছিন আরাফাত পিন্টু, প্রথম প্রহ রের যশোর জেলা প্রতিনিধি বিজয় মাহমুদ, ভোরের চে তনার ফটো সাংবাদিক রবিউল ইসলাম রবি, যশোর বা র্তা’র আবু সাঈদ, তরিকুল ইসলাম, সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাইফুল আযম খান মামুন প্রমুখ।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. যশোর বার্তা’র সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *