নিজস্ব প্রতিবেদক,যশোর:::যশোর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকা শক অধ্যক্ষ শিহাব উদ্দীনকে হত্যার হুমকি দিয়েছেন একাধিক মামলার আসামী শফিক সবুজ ।
এ ঘটনায় সাংবাদিক মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবা দের ঝড় উঠেছে।
গত শনিবার রাত ৯ টা ১০ মিনিটে মুঠোফোনে (+60 11-2794 4946) নং মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সবুজ যশোরের চৌগাছা উপজেলার আম্রকাননপাড়ার আবু মাইকের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী।জানা যায়, সবুজ মালয়েশিয়া প্রবাসী হলেও দেশে সোনা ও মাদকের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়,চৌগাছা জুড়ে রয়েছে একাধি ক সিন্ডিকেট সদস্য। মাল য়েশিয়া বসে ম্যানেজার ফার্মে সি সৈকতকে দিয়েই চলে সকল লেনদেন।
বাইরে থেকেও ইয়াবা ও ফেনসি ডিলের ব্যবসা যেন তার হাতের মুঠোয়। বিগত দিনে মালয়েশিয়া প্রবাসী হয়েও বাংলাদেশে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের সংবাদ প্রকাশ হয় দৈনিক যশোর বার্তা পত্রিকায়।
তার জের ধরে শনিবার রাতে যশোর বার্তার সম্পাদক অ ধ্যক্ষ শিহাব উদ্দীন ও যশোর বার্তা’র অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এসময় সংবাদ প্রকাশে তার সোনা চোরাচালানেও ব্যঘাত ঘটেছে বলে জানান তিনি।
বারবার তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে চৌগাছা উপজেলার সিংহঝুলী এলাকার রায়হান বলে দাবি করেন কিন্তু ফোন কলে মালয়েশিয়া দেখা যায়।
এব্যাপারে কতোয়ালি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাব চৌগাছার নের্তৃবৃ ন্দ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।
Bartabd24.com সব খবর সবার আগে
যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দীনকে হত্যার হুমকি: প্রতিবাদের ঝড়