তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সরকার গঠন করলে নারীদের অধিকারনিশ্চত করবে। নারীরা রসুলের সময় থেকে পুরুষদের পাশে থেকে কাজ করে ছেন,যুদ্ধ করেছেন।
তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা এমন একটি বাংলাদেশদেখতে চাই যেখানে বেকার থাকবেনা। শি ক্ষিত দূর্নীতিবাজ তৈরী হবেনা।
সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা ব্যবস্থা না করে কর্মবান্ধব শি ক্ষা ব্যবস্থা গড়েতোলা হবে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় সাতক্ষীরা সরকা রি উচ্চ বিদ্যালয় মাঠেএক বিশাল কর্মী সম্মেলনে প্রধা ন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবংজেলা জামায়াতের সেক্রে টারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয়নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সুরা সদস্য সাবেকজেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল
ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদসদস্য খলিলুর রহমান মাদানী, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক প্রমূখ।
দীর্ঘ ১৫ বছর পর জামায়াত ইসলামের রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার কর্মীসমাবেশ বিশাল জনসমুদ্রে পরি ণত হয়।
কর্মী সমাবেশ উপলক্ষে সরকারি উচ্চবিদ্যালয় মাঠ দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সম¥েলনকেকেন্দ্র করে সকাল শহরের সকল রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান আরো বলেন, কয়ে ক হাজার ছাত্র জনতাররক্তের বিনিময়ে স্বৈরাচার বিদা য় নিয়েছে। তারপরও ফ্যাসিবাদের প্রেতান্মরাএখনও মাঝে মাঝে ‘হুতুমপ্যাচা’ হয়ে ফিরে আসার চেষ্টা কর ছে।
তাদেরবিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। আগামীর যে কোনো আন্দোলনসংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে আবারকোনো স্বৈরা চার দাঁত বসাতে না পারে।
তিনি বলেন, জামায়াতের ওপর বিগত সময়ে যে নির্যা তন হয়েছে তারসবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়ে ছে সাতক্ষীরার জনগন।
এর আগেসকালে তিনি শহরের পল্লী মঙ্গল হাই স্কুল মাঠে সাতক্ষীরা জামায়াতের একরুকন সম্মলনে প্রধান অতিথির বক্তব্য দেন।
রাতে সার্কিট হাউজে সুশীলমাজের নেতাদের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজে মিলিত হবেন তিনি।