মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাহে রমজানের স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষায় কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতি এক সচেতনতা মুলক র‌্যালি করেছে। গত বৃহস্পতিবার প্রথম বারের মত ব্যবসায়ী নেতৃবৃন্ধের অংশগ্রহনে র‌্যালী শেষে পথ সভা করা হয়।

সভায় নেতৃবৃন্দ ব্যবসায়ীদেরকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনিয় দ্রব্যাদি বিক্রয় করতে আহব্বান জানান। এছাড়াও খাবার অনুপযোগী বা মেয়াদউত্তীণ কোন সামগ্রি বিক্রয় না করা সহ রমজানের ব্যস্ততার সুযোগ নিয়ে প্রতারকদের প্রতরনা থেকে সাবধান থাকতে বলা হয়।

এ মর্মে সম্মানীত ব্যবসায়ীদের অবহিত করতে সমগ্র শহরে মাকিংও করা হয়।

সমিতির নেতৃবৃন্দ তাদের র‌্যালি শেষে আরো নির্দেশনা দেন যে, কোন রোজাদারগন যেন ভোগান্তির শিকার না হয়। ব্যাবসাযীদেরকে সেটা খেয়াল করতে হবে।

নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজান কেন্দ্রিক রোজাদার ক্রেতাগনের কোন যোক্তিক বিষয়ে প্রতারিত হয়ে সমিতি বরারব অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে সেই সকল ব্যক্তি বা প্রতিষ্টানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

সচেতনতামুলক ওই র‌্যালীতে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি আসাদুল ইসলাম ও সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা সহ অন্নান্য নেতৃবৃন্ধগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *