Skip to content

ডেস্ক নিউজ:রাজধানীতে নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সাংবাদিক দের তিনি একথা জানান।
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, নভেম্বরে দুজন আর জানুয়ারিতে একজন নিহত হয়েছেন।
তবে ফেব্রুয়ারিতে কোনো মৃত্যুর ঘটনা নেই। অথচ জুলাইয়ের আগে মোহাম্মদপুরে প্রতি মাসে ১০ জনে র বেশি হত্যাকাণ্ডের শিকার হতেন।
সচিব বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
এ জন্য দিনরাত চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।
রোজা এবং ঈদকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগস্টের পর এই সরকার একটি বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে। তাদের দিয়ে এখন চলতে হচ্ছে।
ঢাকা শহরকে গুরুত্ব দিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।
যেখানে প্রয়োজন নাই সেখানে না গিয়ে গুরুত্ব অনুযায়ী অপা রেশন চলবে।
নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মব উসকানি দিচ্ছে কেউ কেউ।
লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানি র ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশ না কেন দিতে হবে? সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।
রাজধানীতে নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই: নাসিমুল গনি
Thanks for sharing such useful content.