এস. এম. শফিক, লক্ষ্মীপুর:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে নিয়ে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডে ভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর বাস্তবায়না ধীন ‘রেজিলিয়েন্স, এন্ট্রেপ্রেনারশীপ অ্যান্ড লাইভলিহুড ইম প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের উদ্যোগে দিনব্যা পী এক যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গ্রাহক সেবা পক্ষ পালনের অংশ হিসেবে উপজেলার ০১ নং রায়পুর ক্লাস্টার উক্ত কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকালে রায়পুর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্য মে অনুষ্ঠানের সূচনা করা হয়।
র্যালিটি নতুন বাজার হয়ে ০১ নং রায়পুর ক্লাস্টার অফি সের সামনে এসে শেষ হয়। উক্ত র্যালিতে ক্লাস্টার অধী ভুক্ত ২৫ টি গ্রাম সমিতির ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিএফ লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন পাঠান।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যুব সমাজকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে উৎসাহিত করেন।
তারা বলেন, এসডিএফ ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডে অংশগ্রহণের মাধ্যমে যুবরা দেশ ও বিদে শে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। পাশাপাশি, উদ্যোক্তা হওয়ার আগ্রহীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মোঃ জাহা ঙ্গীর আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এস ডিএফ-এর যুব কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম, প্রশিক্ষণ–পরবর্তী চাকরির সুযোগ, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং গ্রাম সমিতির ঋণ সুবিধা (আইএল, আরএফ ও কেয়ার ফান্ড) বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় একজন সফল যুব উদ্যোক্তা ও একজন প্রশিক্ষে র মাধ্যমে কর্মসংস্থানপ্রাপ্ত যুব তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন, যা উপস্থিত যুবদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ০১ নং রায়পুর ক্লাস্টার কর্মক র্তা মো. হুমায়ুন কবীর।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (নির্মাণ ও পরিবেশ-অদা) মোঃ জাহিদুল ইসলাম এবং ডাটা এন্ট্রি অপারেটর সাইদুর রহমান।
Bartabd24.com সব খবর সবার আগে