Related Articles
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বি ক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধার ণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রতি বছ রের ন্যায় এবারও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুব লারচরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা প্রদান করছে কো স্ট গার্ড।
এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়ো গকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড।
‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপ লক্ষ্যে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন এবং আউটপোস্ট সমূহ। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে এবং ডুবুরি দল যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
আপনাদের অবহিত করতে চাই, এবছর সুন্দরবনে ডাকা ত বিরোধী অভিযান পরিচালনা করে মোট ২৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জা মাদি, ৩৬৬ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা ৬ জন নারী সহ ৪৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এসব অভিযা নে মোট ৪২ জন ডাকাতকে আটক করা হয়েছে।
পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচা লনা করে ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা, পা এবং ৪০০ টি হরিণের ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।
আপনাদের অনুরোধ করবো, ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্না ন’ উপলক্ষ্যে যেকোন জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা, এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ সফলভাবে, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
Bartabd24.com সব খবর সবার আগে
রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার