এস ইসলাম, লালপুর(নাটোর) প্রতিনিধি :মঙ্গলবার ২১ মার্চ সকাল সাড়ে দশটার দিকে নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আছিয়া বেগম (৬৫) নামের এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে ধাক্কা দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
উপজেলার বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহ এর স্ত্রী ।
জানা যায়, জমির জায়গা নিয়ে আছিয়া বেগমের ছেলে রায়হানুল(৪২) ও শাহীন (৪৫) কে প্রতিপক্ষ বক্কর ও তার দলবল নিয়ে মারপিট করতে থাকে।
এসময় আছিয়া বেগম মারপিট ঠেকাতে গেলে প্রতিপক্ষরা তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। লালপুর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো বলেন এঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।