এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুর সদর ইউনিয়নর ওয়ার্ড  বিএনপির নেতাদে র সেনাবাহিনী আটক করার প্রতিবাদে ত্রিমোহনীতে সড়কে শুয়ে পড়ে অবরোধ করেছেন বিএন পির নেতা কর্মীরা।
তারা জানান, আটক নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লাল পুর ত্রিমোহনীতে অবস্থান নেয় বিএনপি নেতাক র্মীরা।  পরে ২য় দফায় সড়ক অবরোধ করা হয় বলে জানা গেছে।
এর ফলে (লালপুর-গোপালপুর), (লালপুর-বাঘা) ও (লালপুর-ঈশ্বরদী) সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আটককৃতরা হলেন- ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোক ন(৫০), তার দুই ছেলে অনিক (২৪) ও ফিরোজ (৩২)। সকালে অবরোধ স্থলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও  উপজে লা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান,রফিকুল ইসলাম, ইউনি য়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান বাপ্পি, সজিব হোসেন, ওয়ালিউর রহমান কিরন, আবুল বাশার, মিন্টু রহমান, লিয়াকত হোসেন, মাহা মুদ হাসান রবিন প্রমূখ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী খোকনের বাড়ি ঘিরে ফেলে, ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়। মতামত ,খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, “আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।
এবিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদ স্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন একটি ভুল বোঝা বুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জা মান রাজু  তার মুঠো ফোন রিসিভ করেননি। 
One thought on “লালপুরে বিএনপির নেতা ও তার দুই ছেলেকে আটকের ঘটনায় নেতাকর্মীদের সড়ক অবরোধ”
  1. নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *