Related Articles
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, গম, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির ল ক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় এর সভা পতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেহেদী জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানিয়েছেন, এবছর রবি প্রণোদনার আওতায় লালপুর উপজেলায় মোট ৭ হাজার ৫২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
এর মধ্যে ৫৮০০ জন কৃষক গম বীজ ২০ কেজি, ১০ কে জি করে ডিএপি, এমওপি সার, ৭০০ জনকে সরিষা বীজ ১ কেজি, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৭০০ জনকে মসুর বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি, ৮০ জনকে খেসারি বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি, ৪০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি করে ডিএ পি ও এমওপি সার, ২০০ জনকে চিনাবাদাম বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে