Related Articles
এস ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে কেক কেটে ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলের ৪১ তম জন্মদিন পালন করেছে বিএ নপির নেতাকর্মী।
রবিবার (২রা নভেম্বর) উপজেলার হলমোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালা ম, লালপুর উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব র ফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান কিরন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, আব্দুল বারি, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান বাপ্পি, রবিউল ইসলাম রবি, বুলেট খান,মাহামুদ হাসান রবিন প্রমূখ।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফা রজানা শারমিন পুতুলের জন্মদিন ছিল ২ নভেম্বর। ১৯৮৪ সালের এই দিনে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ও অধ্যক্ষ (অব:) কামরুন্নাহার শিরিন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন পুতুল।
বর্তমানে ব্যারিস্টার পুতুল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ার পারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববি দ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং বিপিপি ইউনি ভার্সিটি কলেজ, লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে ২০১২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনচর্চার অনুমতি লাভ করেন। বর্তমানে তিনি রাইটস চেম্বার্সের অংশীদার এবং বিটিআরসিসহ একাধিক জাতীয় ও আ ন্তর্জাতিক প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর পিতা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আ সনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য। পিতার আদ র্শকে ধারণ করে ব্যারিস্টার পুতুল আজ তরুণ প্রজন্মের কাছে নারী নেতৃত্বের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন।
সততা, প্রজ্ঞা ও মানবাধিকারের প্রতি অটল অবস্থান তাঁ কে আইনের অঙ্গনে ন্যায়ের প্রতীক এবং রাজনীতিতে তরুণদের অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
###
Bartabd24.com সব খবর সবার আগে