Breaking News

লোহাগড়ায় ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।ন ড়াইলের লোহা গড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে সামাদ মোল্যা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্দসী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের দুবাই প্রবাসী ফারুক মোল্যার ছেলে।

স্বজনরা জানান, সোমবার সকালে নিহত সামাদ মোলার মা ও বোন তাকে ঘরে ঘুমাতে দেখে যে যার কাজে ব্যস্ত ছিলেন। এর কিছু সময় পরে তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে ডাফের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে লো হাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লে ক্সে গিয়ে পুলিশ মরদেহটি হেফা জতে নেয়। এবং পরব র্তীতে লাশ থানায় নিয়ে যায়। তবে কি কারণে সে আত্ম হত্যা করেছেন এ ব্যাপারে পরিবার ও স্বজনদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নাই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রি য়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবা রের কাছে হস্তান্তর করা হবে।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …