মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার : নড়াইলের লো হাগড়া উপজেলায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো .হৃদয় মোল্যা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফ তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে কুমোরকান্দা জোড়া ব্রিজের নিচে পাকা রাস্তার উপর থেকে তাকে ২০০ শত পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত হৃদয় লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউ নিয়নের কালনা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনি বার (১ নভেম্বর) দিবাগত রাতে কুমারকান্দা জোড়া ব্রি জের নিচে অবৈধ মাদক কেনাবেচা চলছে।
এসময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শরি ফুল ইসলাম এর নির্দেশনায় লোহাগড়া থানা পুলিশেরএস আই আমিরুজ্জামান, এ,এস,আই মো:রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরে হৃদয় কে আটক করেন।
এসময় হৃদয়কে তল্লাশি করে তার থেকে অবৈধ মাদক দ্রব্য ২০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং মাদক ব্যবসায়ী হৃদয়কে গ্রেফতার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন লোহাগড়াকে মাদকমুক্ত করতে থানা পুলিশ এধরনের অভিযান অব্যা হত রাখবে।এবং গ্রেফতারকৃত হৃদয় কে আদালতের মা ধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে