আন্তর্জাতিক ডেস্ক:শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল জাভা ও পর্যটন দ্বীপ বালির কিছু অংশে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, জাভার তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার দূরে সাগরে স্থানীয় সময় বেলা ৩টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৫৯৪ কিলোমিটার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্রের বরাতে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাংয়ে ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে, এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ইন্দোনেশিয়ার ভূমিকম্প নিয়ে আরেক তথ্য দিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি)। সংস্থাটির মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক পাঁচ। আর গভীরতা ৫৯২ কিলোমিটার।
২ কোটি ৭০ লাখের বেশি লোকের দেশটিতে প্রায়শই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি দ্বারা আক্রান্ত হয়। কারণ ইন্দোনেশিয়া ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় বেসিনে অবস্থান করছে।