আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মর ণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামে ন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, রিশিকুল ইউপি যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের উদ্যোগে রিশি কুল মাদরাসা মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। দুদিনব্যাপী টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
গত ১ নভেম্বর শুক্রবার ফুটবল টুর্না মেন্টের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। প্রথম দিন ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে ২ নভেম্বর শনিবার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুর স্কার বিতরণ করেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বি শিষ্ট শিল্পপতি, সমাজসেবক, করোনা যোদ্ধা, বার বার নির্যাতিত, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতা অ্যাডভো কেট সুলতানুল ইসলাম তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজে লা বিএনপির সাধারণ সম্পাদক আনা রুল ইসলাম,সহসাংগঠনিক সম্পাদক এসলা উদ্দিন সরকার টিটু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সমস্য সচিব জিয়া পরিষদ, রাজশাহী বিভাগীয় সাংগ ঠনিক কমিটি ও উপ জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দু ল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং সেলিম রেজাপ্রমুখ।
এদিকে ফাইনাল খেলায় বুলেট একাদ্বশ বিজয়ী ও ডাইংপাড়া একাদ্বশ রানার আপ হয়েছে।
এসময় প্রধান অতিথি বলেন, আগামির ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক ও সামা জিক অবক্ষয় থেকে দুরে রাখতে নিয় মিত খেলাধুলার পরিচর্যা ও আয়োজন করতে হবে। এসব কাজে সব সময় তার সার্বিক সহযোগীতা থাকবে।
তিনি বলেন,মাদকমুক্ত সুস্থ সমাজ ও জাতি গঠনে নিয়মিত খেলা-ধুলার কো নো বিকল্প নাই।