মোঃ হাবিব ওসমান, (ঝিনাইদহ) প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতি ষ্ঠান শহীদ নূর আলী ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাব র্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা মানবিক শাখার ২৬ তম ব্যাচ এবং বিএমটি শাখার ১১তম ব্যাচেরশিক্ষার্থীদের পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের হলরুমে নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত কলেজের সভাপতি ইসরাত জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য
আনোয়ারুল আজিম আনার, উপজেলা মহিলা ভাইস চেয়ার ম্যান শাহনাজ পারভীন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস,অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু নবাগ ত ছাত্রী অর্পিতা দাস ,নবাগত ছাত্র মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যত্র তত্র
শিক্ষার কোন মূল্য নেই, তাই তোমাদের ভালো করে লেখা পড়া করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ এখন ডিজি টাল বাংলাদেশ। এখন সব কিছু ডিজিটাল। তোমাদের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তোমাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।