ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রশাসনিক ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
এসময় শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব, কৃষি অফিসার প্রতাপ মন্ডল,প্রকৌশলী মামুন হাসান সহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও সুধীজনেরা উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের প্রতি মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ৷