Breaking News
Oplus_16908288

শার্শায় গুম,খুন ও অপহরন কারিদের শাস্তির দাবিতে ভ্যান চালকদের মানববন্ধন

শার্শা উপজেলা  প্রতিনিধি
যশোরের শার্শায় ভ্যানরিক্স্য চালকদের গুম, খুন, অপহরন ও নৈরাজ্যেকারিদের শাস্তির  দাবিতে রিক্সা-ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বুধবার বেলা ১১ টার দিকে শার্শা উপজেলা রিক্সা-ভ্যান শ্রমি কদের উদ্যোগে নাভারন হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সামনে গিয়ে মিছিল শেষ হয়। এতে শত শত রিক্সা-ভ্যান শ্রমিক অং শগ্রহণ করেন।
মিছিলে বক্তরা, শ্রমিকররা একের এক গুম হয়ে হত্যাকাণ্ডে শিকার হচ্ছে। খুনিরা ধরা ছোয়ার বাইরে থাকছে।এসব হত্যা কান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান।
প্রসঙ্গত, গত ৬ অক্টোম্বর শার্শার উলাশী ইউনিয়নের উলাশি গ্রামের আব্দুল আজিজের ছেলে ভ্যান চালক মাসুম বিল্লাহ নিখোঁজ হোন। এর চারদিন পর তার অর্ধগলিত মরদেহ পাশ্ববর্তি ঝিকরগাছার একটি পরিত্যক্ত ভবনে পাওয়া যায়।
এর পর গত ১০ অক্টোবর শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে আব্দুল্লাহ নিখোঁজ হোন।
মাসুম বিল্লাহর মর দেহ উদ্ধারের তিনদিন পর আব্দুল্লাহর মর দেহ কাজির বেড় এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে উ দ্ধার করা হয়।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …