Oplus_131072
শার্শা উপজেলা প্রতিনিধিঃ:যশোরের শার্শা উপজে লার বাহাদুরপু র ইউনিয়নে রঘুনাথপু র গ্রামে রুনা আক্তারের সিজারের মাধ্যমে যমজ তিন সন্তান জন্ম দিয়েছে ন এরমধ্যে একটি মেয়ে ও দুইটি ছেলে।
বৃহস্পতিবার (৬ই মার্চ) সন্ধ্যায় যশোর একতা  জেনা রেল হাসপা তালে সিজারের মাধ্যমে তিন টি যমজ সন্তানের জন্ম হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে  পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী  (৩০ )
একি গ্রামে রুনা আক্তার (২৫) এর সাথে, পরে সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী ও রুনা আক্তারে র  দম্পতির জীবন ভালোই চলে আ সছিলো কিন্তু তা দের কোন সন্তান না হওয়াই  বিভিন্ন হাকিম কবি রাজ দেখানোর পর দীর্ঘ পাঁচ বছর পর সন্তানের আশায় গর্ভ ধারণ করেন রুনা আ ক্তার আলট্রাসনোগ্রাম করার পর চিকিৎ সক তাদে র জানিয়েছি লেন মার্চের ৬ তারিখে র দিকে যমজ এক মেয়ে ও দুই ছেলে সন্তান জন্মের কথা।
সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী বলেন, ‘আল্লাহর কাছে সন্তান চেয়ে ছিলাম ।
তবে আল্লাহ একসঙ্গে তিন সন্তান দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। সন্তানদের ইসলামের পথে শিক্ষি ত করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *