Oplus_131072
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ছিন তাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত একটি ব্যবসা প্রতি ষ্ঠানের ম্যানেজার চিকিৎ সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে মন্ডল ট্রেডার্সের মালিক রুহু ল আমিন জানিয়েছেন।
শার্শা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রশিদ রোকন (৪২) উপজেলার বাগআঁচড়া ইউনি য়নের এক নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে।
তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানা ধীন ‘মন্ডল ট্রেডার্সে’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলে ন। এই প্রতিষ্ঠানটি ‘নারিশ ফিড লিমিটেড’ এর ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।
শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম মামলার বরাতে বলেন,
বুধবার আব্দুর রশিদ রোকন বাঁকিতে ফিড বিক্রির টাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন।মোটরসাইকেল যোগে ফেরার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কে র উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলাম এর বাড়ির সামনে
পৌঁছালে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের বাম হাতের বাহুতে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এসময় তার কাছে ব্যাগে থাকা ৮লাখ ৫৫ হাজার টাকা তারা নিয়ে পালিয়ে যায়।
পরে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসে ন রাব্বিকে (২১) আটক করে ৮লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ ব্যাপারে মন্ডল ট্রেডার্স এর মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় ওই দিনই একটি মামলা করেন বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *