Breaking News

শাহীন মাহবুব সাহিত্য বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) স্থানে পরিচিতি অনুষ্ঠান 

চৌগাছা( যশোর) প্রতিনিধি শাহীন মাহবুব সাহিত্য বিশ্ব বিদ্যালয় (প্রস্তাবিত) এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ছে।

আজ ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় সাবেক ব্যাং কার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে নিজস্ব ক্যাম্পাসে পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা রাজনৈতিক ও সমাজ বিশ্লেষক ও দার্শ নিক কবি বেনজিন খান।

তিনি বলেন কুল কায়েনাতের (বিশ্ব ব্রমান্ডের) যা কিছু আছে তার সবই সাহিত্যের আওতায়। আগে প্রকৃতিকে পড়া শিখতে হবে।

প্রকৃতিতে যা কিছু আছে তার সবই পড়তে হবে। তাহলে এর পিছনে যে অদৃশ্য শক্তি আছে তার অস্তিত্ব অনুভব করা যাবে।

প্রকৃতিকে পাঠ করা এবং প্রকৃতির একান্ত নিবিড় সান্নিধ্যে পাঠ নেয়াটাই হলো উত্তম শিক্ষা। পবিত্র কোরআন শরী ফেও এর উল্লেখ পাওয়া যায।

বিশেষ অতিথির ব্তব্য দেন চৌগাছা সরকারী ডিগ্রি কলে জের, সাবেক অধ্যাক্ষ মোঃ জাহিদুর রহমান বকুল
Bartabd24.com এর সম্পাদক ও প্রকাশক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,সহকারী অধ্যাপক ডঃ আব্দুস শুকুর মিলন,সাপ্তাহিক চৌগাছা পত্রিকার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল,কবি ও সাংবাদিক ফারুক আহ ম্মদ,কবি ও নাট্যকার আবু জাফর,কবি আসাদুজ্জামান আসাদ, কবি আবু রাসেল,,কবি মুন্সি সাগর,প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছা সদস্য সচিব মুখুরুল ইসলাম মিন্টু,নির্বাহী সদস্য ইমাম হোসেন সাগর, সাংবাদিক শাহিন সোহেল সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি ও সাংবাদিক ফারুক আহম্মদ। এতে,উদ্বোধনী বক্তব্য দেন কবি শাহীন মাহবুব।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজা পরিচালনা করেন ডক্টর মোহাম্মদ আব্দুল শুকুর।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

6 comments

  1. можно ли купить легальный диплом https://frei-diplom1.ru/ .

  2. Если в «окно оценки» прогресс ниже ожиданий, мы меняем ровно один параметр — дозировку, время приёма, приоритет модуля — и задаём новую дату проверки. Это защищает от «снежного кома» назначений и сохраняет ощущение контроля у пациента.
    Разобраться лучше – запой наркологическая клиника петрозаводск

  3. Домашний протокол разбит на понятные шаги. В каждом шаге есть цель, действия, что именно мы измеряем и когда сверяем прогресс. Это делает процесс прозрачным и даёт семье чувство контроля: видно, почему назначено именно это и когда ждать облегчения.
    Ознакомиться с деталями – нарколог на дом круглосуточно в петрозаводске

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *