ডেস্ক নিউজ:-নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষকদের টানা ১৭ দিন আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে ছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।
শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। বুধবার থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অন্তর্বর্তী সরকা রের সঙ্গে আলাপ-আলোচনা, মানববন্ধন ও স্মারক লিপির মাধ্যমে আমাদের দাবি পূরণে কার্যক্র ম চালিয়ে আসছিলাম।
গত ১০ ফেব্রুয়ারি সব জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদে ষ্টার কাছে স্মারকলিপি প্রদা ন ও মানববন্ধন করে সরকারকে এমপিওভুক্তির আহ্বান জানিয়ে ছিলাম।
কিন্তু সরকার আমাদের আহ্বানে সাড়া না দেওয়ায় গত ২৩ ফেব্রু য়ারি থেকে ১৭ দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি চলমান রেখে ছিলাম।
কর্মসূচি চলাকালে দুজন নন-এমপিও শিক্ষক আর্থি ক দুশ্চিন্তায় অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং কর্মসূচি চলা কালীন এই রমজানে রোজা, তারাবির নামাজ, ইফতার, সাহরি ও রাতে অবস্থান করে অনেক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি বলেন, বিভিন্ন কর্মসূচি পালনের সময় পুলিশে র লাঠিচার্জে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আমরা চেয়েছি, আলাপ-আলোচনার মাধ্যমে দীর্ঘ ২৫/ ৩০ বছর ধরে বেতনহীন শিক্ষকদের শিক্ষাপ্রতি ষ্ঠান এমপিওভুক্ত করে তাদে র বেতনের ব্যবস্থা করা হক। আজ আমরা ওই দাবিতে প্রধান উপ দেষ্টার সাক্ষাতের লক্ষ্যে পদযাত্রা করি।
পরে পুলিশ-প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনা প্রস্তাব দেওয়া হয়।
তিনি আরও বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের ও আর একজন যুগ্ম সচিব।
পাশসপাশি নন-এমপিওদের পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের প্রধা ন সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিঞা র নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল। বেশ কিছু বিষ য়ে আলোচনা হয়।
এসময় শিক্ষা সচিব আমাদের সব কথা লিপিবদ্ধ করেন এবং উভয়েই আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
আলোচনা চলার সময় সরকারের পক্ষ থেকে স্বীকৃতি ্প্রাপ্ত সচল সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত নীতিগত ভাবে মেনে নিয়েছেন। এমতাবস্থায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব
আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ করেন।
তিনি জানান, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব অভি মত পোষণ করে বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং আগামী মে মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে এমপিওর তালিকা প্রকাশ করা হবে।
সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেওয়ায় সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।
তিনি বলেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী নন-এমিপও শিক্ষক-কর্মচারীদের মধ্যে থেকে যারা আহত ও অসুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন, তাদের প্রতি সমবেদনা ও দ্রুত সুস্থতা কামনা করছি।
বিভিন্ন সময়ে আর্থিক অভাব অনটনের জন্য সুচিকিৎসা না পাওয়ায় আমাদের ৯ জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন।
তাদের রুহের মাগফেরাত কামনা করছি ও ক্ষতিপূ রণ দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠ নটির মুখ্য সমন্ব য়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, অধ্যক্ষ মো. নাজমুস শাহাদত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগ ঠনিক সমন্ব য়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্য ক্ষ মো. সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মো. আব্দুস সালাম প্রমুখ।
One thought on “শিক্ষকদের দাবি নীতিগতভাবে মেনে নিলো সরকার, আন্দোলন প্রত্যাহার”
  1. শিক্ষকদের দাবি নীতিগতভাবে মেনে নিলো সরকার, আন্দোলন প্রত্যাহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *